

ভোলাবাসীর পাঁচ দফা দাবিতে ঢাকায় মানববন্ধন
মোঃ সাকিল তালুকদারঃ ঢাকার বাংলামটর এলাকায় আজ বিকাল ৩টায় “ঢাকাস্থ ভোলাবাসী” ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে ভোলা জেলার উন্নয়নের জন্য পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে ভোলাবাসীর পক্ষে এই দাবিগুলো তুলে ধরা হয়।
“ভোলা দেশের সব থেকে বড় দ্বীপ জেলা হিসেবে প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে পিছিয়ে পড়েছে। আমাদের দাবি ন্যায্য; আগামী প্রজন্মের উন্নয়ন নিশ্চিত করতে সক্রিয় পদক্ষেপের দাবি জানাই।”
মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা একটি সম্ভাবনাময় জেলা হলেও নানা অবহেলার কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। তাই তারা জরুরি ভিত্তিতে নিম্নোক্ত দাবিগুলোর বাস্তবায়ন চান—
১. ভোলা জেলার গ্যাস ভোলার প্রতিটি ঘরে পৌঁছাতে হবে।
২. ভোলা-বরিশাল সেতু নির্মাণ করতে হবে।
৩. ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে।
৪. ভোলাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে হবে।
৫. ভোলাকে একটি শিল্প নগরী হিসেবে রূপান্তর করতে হবে।
বক্তারা আরও জানান, ভোলার প্রাকৃতিক সম্পদ এবং ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে জেলার সার্বিক উন্নয়ন সম্ভব। তাই এই দাবি শুধু ভোলাবাসীর নয়, বরং জাতীয় উন্নয়নের সাথেও এটি ওতপ্রোতভাবে জড়িত।
উল্লেখ্য, কর্মসূচিতে ভোলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।