

১৫ লাখ টাকায় বিক্রি হলো ময়মনসিংহের ‘উমানাথপুর’ গ্রাম
ময়মনসিংহ প্রতিনিধি : মাত্র ৪ জনের বসবাস থাকা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলোচিত ‘উমানাথপুর’ গ্রাম অবশেষে ১৫ লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। প্রায় চার মাস আগে গ্রামের মালিক মো. সিরাজুল হক সরকার স্থানীয় আব্দুল মন্নাছের কাছে এটি বিক্রি করেন।
২০২৪ সালের ২৪ জুলাই দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে মাত্র একটি বাড়িকে ঘিরে একটি গ্রামের অস্তিত্বের খবর প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
একটি বাড়ি, একটি গ্রাম
জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত উমানাথপুর গ্রামটির আয়তন মাত্র ২৫ শতক জমি। এই জমির মালিক ছিলেন মো. সিরাজুল হক সরকার, যিনি স্ত্রী ও দুই সন্তানসহ মাত্র ৪ জন নিয়ে বসবাস করতেন। এখানে দুটি বসতঘর, একটি গোয়ালঘর, একটি ছোট পুকুর ও একটি টয়লেট রয়েছে। তবে, গ্রামে প্রবেশের জন্য অন্যের জমির আইল ব্যবহার করতে হতো।
উপজেলার উত্তর দিকে অবস্থিত এই গ্রামের পাশেই রয়েছে ব্রহ্মপুত্র নদ। প্রশাসনিক কাগজপত্রে উমানাথপুর একটি স্বতন্ত্র মৌজা হিসেবে অন্তর্ভুক্ত। ইউনিয়নের মোট ৪৩টি গ্রামের মধ্যে উমানাথপুর ছিল সবচেয়ে ছোট গ্রাম। যেখানে অন্য গ্রামগুলোতে গড়ে ২০ হাজারের বেশি মানুষ বসবাস করে, সেখানে এই গ্রামে ছিল মাত্র ৪ জন।
১৫ লাখ টাকায় বিক্রি হলো গ্রাম
স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার মাস আগে সিরাজুল হক সরকার ১৫ লাখ টাকায় তার বাড়িটি বিক্রি করে দেন। দলিলসহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে মোট ১৭ লাখ টাকা লেগেছে।
সাবেক মালিক সিরাজুল হক সরকার বলেন, ‘নিজের জন্য এত বড় বাড়ির দরকার নেই, তাই বিক্রি করে পাশের গ্রামে কম দামে জমি কিনেছি। সেখানেই নতুন বাড়ি করে বসবাস করব।’
গ্রামটি কিনেছেন পাশের উদয়রামপুর গ্রামের বাসিন্দা আব্দুল মন্নাছ। তিনি ঢাকায় ছেলে মোস্তুফা কামালের সঙ্গে ফলের ব্যবসা করেন। মোস্তুফা কামাল জানান, ‘আমার বাবা ১৫ লাখ টাকায় বাড়িটি কিনেছেন, রেজিস্ট্রিসহ খরচ পড়েছে ১৭ লাখ। এখন আমরা পরিবারের ৯ জন সদস্য এখানে বসবাস করছি। আমরা খুবই আনন্দিত, কারণ এটা শুধু একটা বাড়ি নয়, পুরো একটা গ্রামের পরিচয়।’