

প্রেমিকের রক্ত ছিটিয়ে ‘নিখোঁজের নাটক’, গৃহবধূ ও প্রেমিক গ্রেপ্তার
পটুয়াখালীর কলাপাড়ায় প্রেমিকের রক্ত ছিটিয়ে ‘নিখোঁজের নাটক’ সাজিয়ে পালিয়ে যাওয়ার চার দিন পর গৃহবধূ আঁখি আক্তার ও তার প্রেমিক হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর এলাকায় হাসানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাতে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে রহস্যজনকভাবে ‘নিখোঁজ’ হন আঁখি আক্তার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আঁখির বাবার দায়ের করা মামলায় স্বামীর পরিবারের ৭ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। তবে এই জুটি গ্রেপ্তার হওয়ার পর রহস্য উন্মোচিত হলে পুলিশ ও স্থানীয়রা হতবাক হয়ে যান।
পুলিশ জানায়, আঁখি আক্তারের ছোট বোনের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে ৮ মাস আগে তাদের বাড়িতে আসেন হাসান। পাত্র পছন্দ না হওয়ায় পরিবারের পক্ষ থেকে ফোনে জানানোর দায়িত্ব পান আঁখি। সেখান থেকেই শুরু হয় তাদের বিবাহবহির্ভূত সম্পর্ক।
প্রথমে ফোনে কথা হলেও গত ১৫ ডিসেম্বর মির্জাগঞ্জে গিয়ে তারা বিয়ে করেন। এরপরও আঁখি তার দুই স্বামীর সঙ্গেই যোগাযোগ রাখছিলেন। সম্প্রতি একসঙ্গে থাকতে তারা অভিনব পরিকল্পনা করেন।
পরিকল্পনা মোতাবেক, হাসানের শরীর থেকে সিরিঞ্জে রক্ত নিয়ে স্বামী আলমগীরের বাড়ির বিভিন্ন জায়গায় ছিটিয়ে দেন আঁখি, যাতে পুলিশ ও স্থানীয়দের বিভ্রান্ত করা যায়। কিন্তু পটুয়াখালী ডিবি পুলিশ ও কলাপাড়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, প্রেমিককে কাছে পেতে আঁখি এখন নিজের তিন সন্তানকেও অস্বীকার করছেন। এদিকে, এই ঘটনার পরিকল্পনাকারী আঁখি ও হাসানের কঠোর শাস্তির দাবিতে কলাপাড়া থানার সামনে শত শত মানুষ বিক্ষোভ করছেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাদের আদালতে পাঠানো হয়েছে।