×

ইসরাইলি হামলায় ফিলিস্তিনের গণহত্যাঃ বিশ্ব বিবেকের পরীক্ষা

সাকিল তালুকদারঃ ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি জনগণের উপর চালানো নির্মম হত্যাযজ্ঞ বিশ্ববাসীর বিবেককে নাড়া দিচ্ছে? ২০২৫ সালের এপ্রিলের শুরু পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় ৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই উল্লেখযোগ্য।

সম্প্রতি, মার্চ মাসে ১৫ জন জরুরি স্বাস্থ্যকর্মীকে হত্যার ঘটনা এবং খান ইউনিসে বিমান  হামলায় ছয়জনের মৃত্যু এই নৃশংসতার সাম্প্রতিক উদাহরণ। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে প্রায় ১,০৬৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩২২ শিশু। ইউএনআরডব্লিউএর প্রধান জানিয়েছেন, প্রতিদিন গড়ে ১০০ শিশু হতাহত হচ্ছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ গাজার বৃহৎ অংশ দখল করে “নিরাপত্তা অঞ্চল” গঠনের ঘোষণা দিয়েছেন, যা ফিলিস্তিনিদের জন্য আরও বাস্তুচ্যুতি ও দুর্ভোগ বয়ে এনেছে।

রাফাহ ও গাজা সিটিতে সাম্প্রতিক বোমাবর্ষণে শত শত পরিবার আশ্রয়হীন হয়েছে। জাতিসংঘের তথ্যানুসারে, গাজার দুই-তৃতীয়াংশ এখন “নো-গো জোন”। ত্রাণ সরবরাহে কঠোর অবরোধের কারণে খাদ্য ও চিকিৎসার অভাবে মানুষ মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

এই সংঘাতে হামাসের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও, নিরীহ জনগণের উপর এমন বর্বরতা কোনোভাবেই ন্যায্যতা পায় না। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এই নিপীড়নকে আরও উৎসাহিত করছে।

জাতিসংঘসহ বিশ্বনেতাদের অবিলম্বে হস্তক্ষেপ করে এই গণহত্যা বন্ধ করতে হবে। ফিলিস্তিনিদের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত মানবাধিকারের সব স্লোগান ফাঁকা বুলিতে পরিণত হবে। এই রক্তপাত বন্ধে বিশ্বের সোচ্চার প্রতিবাদই এখন একমাত্র আশা।

আরও খবর